• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী বিজয়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম;
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী বিজয়
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী বিজয়

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছেন। সদস্য পদের ৩টিতে কেবল বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি আওয়ামী আইনজীবী পরিষদের দুইটি প্যানেল প্রতিদ্বন্দিতা করেন। বৃহস্পতিবার মধ্য রাতে ভোট গনণা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমির্থত প্যানেলের কাজী মোঃ একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মোঃ মঞ্জুরুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ আব্দুর রশিদ বিম্বাস- পেয়েছেন ১৩০ ভোট।.

 .

এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল খালেক-, সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে . সোহানুর জোয়ারর্দ্দার ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না- জয়ী হন। সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ দবির হোসেন, মোঃ রাশিদুল হাসান জাহাঙ্গীর, মোঃ শামছুজ্জামান লাকী, আওয়ামী আইনজীবী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস শুক্রবার দুপুরে জানান, নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নবনির্বাচিত নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।  . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ